সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চিকিৎসার জন্য ফের ব্যাংকক গেলেন রওশন

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ৫ জুলাই, ২০২২

আট দিন দেশে থাকার পর চিকিৎসার জন্য আবার থাইল্যান্ড গেলেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।মঙ্গলবার দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের পথে রওনা হন তিনি।

রওশনের সঙ্গে রয়েছেন ছেলে রাগহির আল মাহি (সাদ এরশাদ)। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দোলোয়ার জালালী জানান, বিমানবন্দরে দলের চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু রওশনকে বিদায় জানান।

তার ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন থাকার পর গত বছর থাইল্যান্ড গিয়েছিলেন ৮০ বছর বয়সী রওশন। ছয় মাস পর গত ২৭ জুন দেশে ফেরেন রওশন। দেশে ফিরে গত বৃহস্পতিবার সংসদ অধিবেশনে যোগ দেন।

গত শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বসেন তিনি। ওই সভায় তিনি আক্ষেপ করেন অসুস্থাতার সময় দলের নেতারা তার কোনো খোঁজ নেয়নি।

একুশে সংবাদ/এসএস

রাজনীতি বিভাগের আরো খবর