সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সরকারের দুর্নীতিতে ক্ষতির মুখে কৃষক: ফখরুল

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৭ মে, ২০২২

 

 

হাওরে বাঁধ নির্মাণে সরকারের সীমাহীন দুর্নীতির কারণে বাঁধ ভেঙে কৃষকের ফসল তলিয়ে গেছে। তাই কৃষকরা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মঙ্গলবার (১৭ মে) সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাওরের কৃষকদের রক্ষায় ৮ দফা সুপারিশ তুলে ধরেন মির্জা ফখরুল। 

 

তিনি বলেন, বাঁধগুলো এতই ভঙ্গুর ও এতই বাজে কাজ হয়েছে যে, ২৪ ঘণ্টাও পানির চাপকে ধরে রাখতে পারেনি। সারা দেশের মধ্যে এগুলোই হচ্ছে। সরকার সেই প্রকল্পগুলোই হাতে নেয়; যেখানে তাদের নিজস্ব মুনাফা হয়, দুর্নীতি হয়, কমিশন পায়।

 

 

তিনি আরও বলেন, বর্তমান সরকার নিজেদের লাভ ছাড়া কোনো প্রকল্প হাতে নেয় না। এই সরকারের কাছে জনগণের সেবা চেয়ে ব্যবসায় বড়। তাই ব্যবসায়ীদের হাতে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন। বর্তমানে সব ক্ষেত্রেই সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

 

একুশে সংবাদকম/য.ট.জা.হা

রাজনীতি বিভাগের আরো খবর