সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মুকসুদপুর পৌর নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন ফরম নিলেন শাহাদত হোসেন

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০২ পিএম, ১ মে, ২০২২

আসন্ন গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদত হোসেন। রবিবার ( ১ মে ) সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম তিনি। এসময় আওয়ামী লীগের আরও ৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেন। 
 
মুকসুদপুর উপজেলার জনগণ ও রাজনীতির সাথে সক্রিয় সম্পৃক্ত কৃষিবীদ শাহাদত হোসেনের রাজনৈকি জীবনে তিনি ১৯৯৩-১৯৯৬ইং সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে বাংলাদেশ ছাত্রলীগ আশরাফুল হক হল ছাত্রলীগের সহ সভাপতি, ১৯৯৬-১৯৯৮ ইং সনে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ময়মনসিংহে আইন বিষয়ক সম্পাদক এবং বর্তমানে ২০১৭ ইং সন হতে বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার সহ প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও পেশাজীবি সংগঠন হিসাবে আজীবন সদস্য - কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি, অতিশ দিপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  এলামনাই এসোসিয়েশন, সদস্য - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, বঙ্গবন্ধু কৃষি অর্থনীতিবিদ পরিষদ। 

ফরম গ্রহণ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান টুটুল, মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাব্বির খানসহ উপজেলা, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অংগসংগঠনের নেতাকর্মীরা। 

উল্লেখ্য ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী ১৫ জুন মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

একুশে সংবাদ / আরিফ

রাজনীতি বিভাগের আরো খবর