সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মেডিকেল কলেজের শিক্ষকদের অবসরের বয়স ৭০ করার প্রস্তাব জাফরুল্লাহ’র

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১২ জানুয়ারি, ২০২১

গণস্বাস্থ্য নগর হাসপাতাল ধানমণ্ডি, ঢাকায় ১২ জানুয়ারী (মঙ্গলবার), বেলা ১ টায় স্বাস্থ্যবিধি মেনে  গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের নবগঠিত গভর্নিং বডির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডাঃ লায়লা পারভীন বানু।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডীন ডাঃ শাহরিয়ার নবী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খান আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের নিওনেটাল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আব্দুল হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আবু দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য-সচিব অধ্যাপক ডাঃ মেসবাহ উদ্দিন আহমেদ, গ.স.মে.ক এর উপাধ্যক্ষ ডাঃ মুহিব উল্লাহ খোন্দকার, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাঃ আবুল কাশেম চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা ও ড. এস তাসাদ্দেক আহমেদ।

উক্ত সভায় আলোচকগণ মেডিকেল কলেজের শিক্ষক নিয়োগ, ছাত্র-ছাত্রীর আসন সংখ্যা ৫০ থেকে ১১০ এ উন্নীতকরণ, শিক্ষক নিয়োগ, এম.বি.বি.এস ১ম বর্ষের শিক্ষার্থী ভর্তি, চাকুরীবিধি, অর্থ ব্যবস্থাপনা ও মেডিকেল কলেজের মানোন্নয়ন প্রসঙ্গে বক্তব্য পেশ করেন। আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী মেডিকেল কলেজের শিক্ষকদের অবসরের বয়সের সীমা ৬৫ থেকে ৭০ বছরে উন্নীত করার প্রস্তাব রাখেন। পাশাপাশি তিনি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দেশের প্রত্যন্ত অঞ্চলের সাথে পরিচিত করার বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি গ্রামীন হাসপাতাল সমূহকেও প্রশিক্ষণ হাসপাতাল হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করেন।

একুশে সংবাদ/এআরএম

রাজনীতি বিভাগের আরো খবর