সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্ব তামাকমুক্ত দিবসে নালিতাবাড়ীতে  মতবিনিময় সভা

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ৭ মে, ২০২৪

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উপলক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নের লক্ষ্যে নালিতাবাড়ী পৌরসভায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সবুজবাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা, নালিতাবাড়ী পৌরসভা, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোট এর আয়োজনে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। 

খন্দকার আব্দুল আলীম এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী পৌরসভার মেযর আবু বক্কর সিদ্দিক এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইলিশ রিছিল। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ তৌফিক আহম্মেদ, টাস্কফোর্স কমিটি সদস্য শফিকুল ইসলাম, আনোয়ারুল কবির, জনস্বাস্থ্য প্রকৌশলী নূপুর আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম এবং পৌর কাউন্সিলরগণ, এনজিও প্রতিনিধি ও অন্যান্য স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তাগণ বলেন, তামাক একটি মরণ ব্যাধি। প্রতি বছর তামাক সেবনের কারণে যক্ষ্মা, ক্যান্সার, ফুসফুসের রোগসহ আরো অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ১ লক্ষ ৬১ হাজার মানুষ মৃত্যু বরণ করে এবং ৫ লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করেন। এটি মাদকের প্রবেশদ্বার হিসাবে কাজ করে। তামাক সেবনের ফলে ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। ২০২৪ সালের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বাংলাদেশকে তামাক মুক্ত করার লক্ষ্যে এন আ ইএল জি এর ও সবুজবাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থান কারিগরি সহায়তায় নালিতাবাড়ী পৌরসভায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন করছে। বক্তাগণ স্টুডেন্ট বিগ্রেড, মনিটরিং, বিজ্ঞাপন অপসারণ, লাইসেসিং প্রথা চালু করার পরামর্শ দেন। উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনাসহ অন্যান্য কাজে সহযোগিতা করার আশাস প্রদান করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর