সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কৃষক লীগের ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৯ অক্টোবর, ২০২০

সম্মেলনের ১১ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেলো আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ। ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সংগঠটির। 

সোমবার (১৯ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত কমিটির চিঠি সংগঠনটির সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির হাতে হস্তান্তর করা হয়। তাদের কাছে চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান।

২০১৯ সালের ১৬ নভেম্বর সম্মেলনের মাধ্যমে কৃষক লীগের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করা হয় কৃষিবিদ সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি ১৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন, সাংগঠনিক সম্পাদক ৭ জন, এছাড়া অর্থ সম্পাদকসহ অন্যান্য সম্পাদকীয় পদ ও কার্য নির্বাহী সদস্য পদ রয়েছে।

সহ-সভাপতির তালিকায় আছেন- শরীফ আশরাফ আলী, মাহাবুব উল আলম (শান্তি), শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আশা লতা বৈদ্য, এসএম আকবর আলী চৌধুরী, সংসদ সদস্য হোসনে আরা, মিয়া আবদুল ওয়াদুদ, মো. আব্দুল লতিফ তারিন, আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, কৃষিবিদ ড. মো. নজরুল ইসলাম, ডিএম জয়নুল আবেদীন এম এ মালেক, মো. আবুল হোসেন, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, অ্যাডভোকেট মো. এ এফ এম মো. রেজাউল করিম হিরন, মাসুদুর ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদকের তালিকায় কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সংসদ সদস্য শামীম শাহরিয়ার, আলহাজ্ব একেএম আজম খান পদ পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন- অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন (গাজী জসিম), আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, মো. হিজবুল বাহার, নূরে আলম সিদ্দিকী হক, অধ্যাপক মো. নাজমুল হক পানু।

অর্থ সম্পাদক হিসেবে পদ পেয়েছেন মো. নাজির মিয়া। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জিয়াউল হক নাছির, আইন বিষয়ক সম্পাদক মো. জহির উদ্দিন লিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম পদ পেয়েছেন।

এছাড়া ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্য রাখা হয়েছে। সদস্যরা হলেন- সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, গুলশান আরা বেগম, কৃষিবিদ ডক্টর মির্জা জলিল, ফরিদুন্নাহার লাইলী, ফজিলাতুন নেছা ইন্দিরা, সিদ্দিক হোসেন চৌধুরী, মো. মোতাহার হোসেন মোল্লা, ছবি বিশ্বাস, অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, আলম আহমেদ, আলহাজ্ব ওমর ফারুক, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ আশরাফুল হক (জর্জ), মো. মাহতাব উদ্দিন সরকার, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, মো. জাভেদ মোশারফ রুপক, অ্যাডভোকেট মো. আব্দুর রশিদ, কাজী সিরাজুল ইসলাম, ডাক্তার মনোয়ারা বেগম, মো. নূরুল ইসলাম, আলহাজ্ব এবাদুল করিম বুলবুল, সাদিকুর রহমান।

একুশে সংবাদ/বা.টো/এআরএম

রাজনীতি বিভাগের আরো খবর