সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মমতার ‘মিম’ বানিয়ে গ্রেপ্তার যুবক

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২২

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর মিম (উপহাস) পোস্ট করার অভিযোগে নদিয়া জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এবিপি ও আনন্দবাজারের খবরে বলা হয়েছে, মঙ্গলবার কলকাতা পুলিশের গুন্ডা দমন ও গোয়েন্দা শাখার কর্মকর্তাদের পাশাপাশি তারাতলা থানার পুলিশকর্মীরা অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী তুহিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে।

 

এর আগে সোমবার তারাতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন গোরাচাঁদ রোডের বাসিন্দা ২২ বছর বয়সি সাগর দাস। একাধিক ইউটিউব চ্যানেলের নাম করে অভিযোগে তিনি লেখেন, এই চ্যানেলগুলোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা বিভিন্ন বক্তৃতাকে আর্থিক লাভের জন্য আপত্তিকর এবং অবমাননাকরভাবে পরিবেশন করা হয়েছে। এই ধরনের মিম থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনা ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে সাগর দাসের অভিযোগপত্রে।

 

সোমবার এই অভিযোগের ভিত্তিতে টিকটকার প্রচেতা, টোটাল ফান বাংলা, রেয়া প্রিয়া, সাগরিকা বর্মণ ভ্লগস, লাইফ ইন দুর্গাপুর, পুজা দাস ৯৮, দ্য ফ্রেন্ডস ক্যাম্পাস-সহ একাধিক ব্যক্তি ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। একই দিনে শুরু হয় তদন্ত।

 

পরে সোমবার কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা, গোয়েন্দা বিভাগ এবং তারাতলা থানার পুলিশের একটি দল অভিযান চালায় নদিয়ার রানাঘাট জেলার তাহেরপুরের পারুয়ায়।

 

অভিযান চলাকালীন তাহেরপুর থানা এলাকার পারুয়া থেকে তুহিনকে গ্রেপ্তার করা হয়। তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে।

 

তবে তুহিন কি ধরনের মিম পোস্ট করেছিলেন এবং তার বিষয়ে কি সিদ্ধান্ত নেয়া হবে তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

 

উল্লেখ্য, মিম বলতে কোনো ছবি, বার্তা, ভিডিও, প্রভৃতিকে বোঝায়, যা সাধারণত কাউকে উপহাস করতে ব্যবহার করা হয়।

 

একুশে সংবাদ/এসএপি

ওপার বাংলা বিভাগের আরো খবর