সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ডোনাল্ড লুর সফর রাজনৈতিক নয়: পররাষ্ট্রমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:১৪ পিএম, ৮ মে, ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর রাজনৈতিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার (৮ মে) সাংবাদিকদের তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রীর ঢাকা সফরের মূল ইস্যু রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করা।

আগামী ১৪ই মে দুইদিনের জন্য বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

সফরের সময় তিনি বিভিন্ন পর্যায়ে কয়েকটি বৈঠক ও মতবিনিময় করবেন বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ সম্পর্কের পথরেখা নিয়ে আলোচনার জন্যই লুর এই সফর বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আশা প্রকাশ করে বলেন, আগামীতে ঢাকা ও ওয়াশিংটন সম্পর্ক আরো গভীর ও জোরদার হবে।

গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর এটাই হতে যাচ্ছে ডোনাল্ড লুর প্রথম ঢাকা সফর। এর আগে গত বছরের ১৪ই জানুয়ারি তিনি ঢাকা সফর করেন।

 

একুশে সংবাদ/এ.ট.প্র/জাহা 
 

জাতীয় বিভাগের আরো খবর