সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সিইসি পাবেন আপিল বিভাগের বিচারপতির সমান সুবিধা

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পাবেন আপিল বিভাগের বিচারপতির সমান সুবিধা। আর নির্বাচন কমিশনাররা পাবেন উচ্চ আদালতের বিচারপতির সমপরিমাণ বেতন-ভাতা। এ ধরনের সুযোগ-সুবিধা নির্ধারণের বিধান রেখে খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বুধবার (১৭ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন। এরআগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের পারিতোষিক ও বিশেষাধিকার আইন-২০২৪ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়ায় প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতির সমান এবং নির্বাচন কমিশনারদের জন্য উচ্চ আদালতের বিচারপতির সমপরিমাণ বেতন ভাতা নির্ধারণের কথা বলা হয়েছে।

একুশে সংবাদ/ স.টি/এসএডি

জাতীয় বিভাগের আরো খবর