সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মানুষের সেবা করাই হোক নতুন বছরের অঙ্গীকার: জয়

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪

বাংলা নববর্ষ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে এ শুভেচ্ছা জানান তিনি।

জয় লিখেছেন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সকল প্রকার ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে মানুষের সেবা করাই হোক নতুন বছরে আমাদের অঙ্গীকার।

এদিকে, এক ভিডিও বার্তায় দেশবাসীকে ‘বাংলা নববর্ষ ১৪৩১’-এর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আসুন, নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা-দুঃখ-গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি।

শেখ হাসিনা আরও বলেন, বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে-বিদেশে অবস্থান করছেন বাংলাদেশের সকল ভাই-বোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ।

কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন-

‘পুরাতন গত হোক! যবনিকা করি উন্মোচন
তুমি এসো হে নবীন! হে বৈশাখ! নববর্ষ!
এসো হে নতুন।’
শুভ নববর্ষ।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা 
 

জাতীয় বিভাগের আরো খবর