সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আইজিপি ও ডিএমপি কমিশনারের ঈদের নামাজ আদায়

একুশে সংবাদ প্রকাশিত: ১১:১৩ এএম, ১১ এপ্রিল, ২০২৪

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

বৃহস্পতিবার(১১ এপ্রিল) সকাল ৮টায় রাজারবাগের পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

এ সময় ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যসহ বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদ রাজারবাগে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায় ও শেষ জামাত সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।


 একুশে সংবাদ/এস কে

জাতীয় বিভাগের আরো খবর