সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ৫ এপ্রিল, ২০২৪

ঈদযাত্রার শুরুতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আজ শুক্রবার ভোর থেকে গজারিয়ার ১৩ কিলোমিটার মাহাসড়কে যানাহন ধীরগতিতে চলতে দেখা গেছে। বিশেষ করে মেঘনা সেতু জামালদী বাসস্ট্যান্ড থেকে ভাটেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যানবাহনের গতি ছিল অনেক কম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকালের চেয়ে আজকে মহাসড়কে যানবাহনের চাপ বেশি। যে কারণে মহাসড়কটিতে যানবাহনও চলছে ধীরগতিতে। এ ছাড়া কিছু কিছু জায়গায় যানজট লেগে থাকতেও দেখা গেছে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক হুমায়ুন কবির জানান, যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত মহাসড়কে যানবাহন ধীর গতীতে চলাচল করছে।

তিনি জানান, ঈদকে সামনে রেখে স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে শুক্রবার সকাল থেকে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

 

একুশে সংবাদ/বিএইচ

জাতীয় বিভাগের আরো খবর