সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কুষ্টিয়ায় আগুনে পুড়ল ৭০০ বিঘা পানবরজ, ক্ষতি ১০০ কোটি টাকা

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১০ মার্চ, ২০২৪

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০০ বিঘা জমির পানবরজ ও কয়েকটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। রোববার (১০ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুষ্টিয়াসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের সূত্রপাত কোথা থেকে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। এই নিয়ে ওই এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন প্রায় ৭০০ বিঘা জমির পানবরজ পুড়ে গেছে; পুড়েছে কয়েকটি বসতবাড়িও। এতে তাদের ধারণা, প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

 

 

একুশে সংবাদ/সা.আ

 

 

 


 

জাতীয় বিভাগের আরো খবর