সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দুটি সঙ্কলন গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন শেখ হাসিনা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই ‍‍`সকলের তরে সকলে আমরা‍‍` ও ‍‍`আহ্বান‍‍` সঙ্কলন গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের আগে সঙ্কলন গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা গেছে, এ বৈঠকের শুরুতেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ১৯টি ভাষণের ওপর রচিত সঙ্কলন গ্রন্থ ‍‍`সকলের তরে সকলে আমরা‍‍`। আর ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণের সঙ্কলন গ্রন্থ ‍‍`আহ্বান‍‍` এর মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের আগে ‍‍`আহ্বান‍‍` বইয়ের মোড়ক উন্মোচন করছেন প্রধানমন্ত্রী। ছবি: ভিডিও থেকে নেয়া  

এরপর শুরু হয়ে মন্ত্রিসভার সভার বৈঠক। মূলত শবেবরাতের ছুটির কারণে দুই দিন পিছিয়ে আজ মন্ত্রিসভার বৈঠক বসেছে প্রধানমন্ত্রী কার্যালয়ে।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
 

জাতীয় বিভাগের আরো খবর