সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মেক্সিকোর সাথে পয়েন্ট ভাগাভাগি করলো আর্জেন্টিনার মেয়েরা

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

কনকাকাফ গোল্ড কাপের আসরে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছিল আলবিসেলেস্তেদের নারীরা। যেখানে গোল শূন্য ড্রয়ে হার এড়িয়েছে আর্জেন্টিনার মেয়েরা।  

মঙ্গলবার ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে মেক্সিকোর মুখোমুখি হয় আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে আলবিসেলেস্তেদের।   

২০০৭ সালের পর এই প্রথম মেক্সিকোর বিপক্ষে পয়েন্ট অর্জন করতে পেরেছে তারা। দুর্দান্ত খেলেও জয়ের দেখা না পাওয়াটা মেক্সিকোর জন্য ছিল দুর্ভাগ্য।

পয়েন্ট ভাগাভাগি করে আর্জেন্টিনার জার্মান কোচ পোর্তানোভার বলেন, দল হিসেবে মেক্সিকো দুর্দান্ত। আমরা তাদের লিগ পছন্দ করি। কারণ এটা দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। আমাদের আরো বাস্তবতা হয়েছে, আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।  

মেক্সিকোর কাছে হোঁচট খাওয়া আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে আমেরিকার বিপক্ষে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ম্যাচটি অনুষ্ঠিত হবে।

একুশে সংবাদ/এস কে

জাতীয় বিভাগের আরো খবর