সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আইএমএফের দেয়া প্রায় সব লক্ষ্যমাত্রা বাংলাদেশ পূরণ করেছে: অর্থমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৪০ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আইএমএফের দেয়া প্রায় সব লক্ষ্যমাত্রা বাংলাদেশ পূরণ করেছে। বাংলাদেশ ভালো করছে বলে মনে করছে সংস্থা‌টি।  

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স‌চিবালয়ে বাংলাদেশে আইএমএফের আবা‌সিক প্রতি‌নিধি জয়েন্দু দের সঙ্গে সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, তৃতীয় কি‌স্তির অর্থ ছাড়ের আগে সামনে মার্চে আইএমএফের মিশন বাংলাদেশে আসবে। ওরা দেখবে আমরা ঠিকভাবে সবকিছু কর‌ছি কিনা। পরীক্ষায় পাস করলে আমরা কি‌স্তির টাকা পাব।

বিনিময় হার বাজারভি‌ত্তিক করার বিষয়ে আইএমএফ কিছু বলেছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে কিছু বলেনি। আপাতত ক্রলিং পেগ নী‌তি অনুসারেই বি‌নি‌ময় হার নির্ধা‌রিত হবে।

দুর্বল ব্যাংকের একীভূতকরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ঘোষণা বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা ভালো। এ‌টি হতেই পারে। উন্নত অর্থনী‌তিতে অহরহ একীভূতকরণ হয়ে থাকে। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে বাংলাদেশের কোনো ব্যাংকের একীভূতকরণের প্রস্তাব আসেনি। প্রস্তাব আসুক, তারপর দেখা যাবে।


একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

 

জাতীয় বিভাগের আরো খবর