সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতের প্রথম পেসার হিসেবে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে বুমরাহ

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১৮ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

ভারতের প্রথম পেসার হিসেবে আইসিসি টেস্ট  বেলিং র‌্যাংকিং  তালিকা শীর্ষ স্থান দখল  করেছেন জসপ্রিত বুমরাহ। তিন ধাপ এগিয়ে সতীর্থ স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে সরিয়ে ৮৮১ রেটিং নিয়ে সিংহাসন দখলে নেন বুমরাহ। তৃতীয়স্থানে নেমে যান অশ্বিন।

সদ্যই বিশাখাপত্নমে শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৯১ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বুমরাহ। ১০৬ রানে ম্যাচটি  জিতে ইংলিশদের বিপক্ষে সিরিজে সমতা আনে ভারত।ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরমেন্সের সুবাদে ভারতের চতুর্থ বোলার হিসেবে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নেন বুমরাহ। এর আগে ভারতের পক্ষে বিভিন্ন সময়ে শীর্ষে উঠেছিলেন তিন স্পিনার অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও বিষাণ সিং বেদি।

ভারতীয় পেসারদের মধ্যে র‌্যাংকিংয়ে সর্বোচ্চ দ্বিতীয়স্থানে উঠেছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে ১৯৮০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয়স্থানে ছিলেন কপিল। এর আগে এই তালিকায় বুমরাহর সেরা অবস্থান ছিলো তৃতীয়। বুমরাহর আগে ২০১০ সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তৃতীয়স্থানে উঠেছিলেন ভারতের সাবেক পেসার জহির খান।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২০৯ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ৩৭ ধাপ এগিয়ে ব্যাটিং তালিকার ২৯ নম্বরে উঠেছেন ভারতের যশ্বসী জয়সওয়াল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১১৮ ও ১০৯ রান করে ৮৬৪ রেটিং নিয়ে শীর্ষস্থান আরও শক্তপোক্ত করেছেন  নিউজিল্যান্ডের কেন  উইলিয়ামসন।  
টেস্টে অলরাউন্ডার তালিকায় ৪১৬ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাদেজা।

একুশে সংবাদ/এস কে

জাতীয় বিভাগের আরো খবর