সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মঙ্গলবার সংরক্ষিত নারী আসনের তফসিল

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

 জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট হতে পারে মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি)। এদিন কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হতে পারে।

 

সোমবার (০৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে কমিশন বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে নির্বাচন নিয়ে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের জোটগত তথ্য চেয়েছিল ইসি। এতে আওয়ামী লীগ, মহাজোটের শরিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা মিলে ৪৮টি আসন পাচ্ছে। আর জাতীয় পার্টি পাচ্ছে দুটি সংরক্ষিত আসন।  

এসব আসনে ভোটের তফসিল দেবে ইসি। সাধারণত একক প্রার্থী থাকায় এই নির্বাচনে ভোটের প্রয়োজন পড়ে না।

 

একুশে সংবাদ/এনএস

জাতীয় বিভাগের আরো খবর