সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মধু সংগ্রহের উৎসবে মেতেছেন মৌয়ালরা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৪

সে এক অপরূপ দৃশ্য। চোখ মেললেই মন জুড়িয়ে যায়। পুরো মাঠ যেন ঢেকে আছে হলুদ গালিচায়। সরিষার রূপ আর গন্ধে মাতোয়ারা চারিধার। আর তারই বুক জুড়ে মৌমাছি, প্রজাপতির অবিরাম খেলা।

এর মধ্যেই সরিষা ফুলের মধু সংগ্রহে ক্ষেতের পাশে পোষা মৌমাছির শত শত বাক্স নিয়ে হাজির হয়েছেন মৌয়ালরা। 

মৌমাছিরা সরিষার ফুলে ফুলে ঘুরে তুলে নেয় মধু, আর সেই মধু সংগ্রহ করতেই যেন মৌয়ালরা উৎসবে মেতেছেন।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও গ্রামে


একুশে সংবাদ/ব.আ.প্র/জাহা

জাতীয় বিভাগের আরো খবর