সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আত্মনিবেদিত মানুষের সেবায় কাজ করার সুযোগ পেয়েছি: সমাজকল্যাণমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২০ জানুয়ারি, ২০২৪

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির বলেছেন,  আত্মনিবেদিত মানুষের সেবায় কাজ করার সুযোগ পেয়েছি ।

  শুক্রবার (১৯ জানুয়ারি)  রাতে  চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকারী কমিটির শুভেচ্ছা ও মতবিনিময় সভায়    প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন,  চাঁদপুর প্রেসক্লাব কমিটির সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, আত্মনিবেদিত মানুষের সেবায় কাজ করার সুযোগ পেয়েছি এবং প্রান্তিক মানুষকে সেবা করে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার সুযোগও রয়েছে। আপনাদের বোন হিসেবে সবসময় পাশে আছি। বিশেষ করে প্রেসক্লাবের প্রত্যাশাগুলো পূরণ করার চেষ্টা করবো। চাঁদপুরের মানুষের চাওয়াগুলো আমার নিজেরও চাওয়া। কারণ তাদের মূল্যবান ভোটে আমি আজকে নির্বাচিত সংসদ সদস্য। তাই সেই মানুষগুলোর জন্য কিছু করা আমার দায়িত্ব ও কর্তব্য। আর এটিকে আমি আমার ইবাদত বলেই মনে করি।

পরে মন্ত্রী মোহাম্মদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের নিকট কম্বল তুলে দেন।

 

একুশে সংবাদ/বিএইচ

জাতীয় বিভাগের আরো খবর