সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন: সিইসি

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০১ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি রাজনীতিকে কেন্দ্র করে যেন সহিংসতা না হয় সেই প্রত্যাশা তার।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, নির্বাচন নিয়ে কোনো গোপন এজেন্ডা সিইসির সাথে হয়নি। নির্বাচনের মত আমলাতান্ত্রিক বিষয় নিয়ে বিতর্ক থাকলে তার নিরসন হওয়া প্রয়োজন।

সিইসি বলেন, নির্বাচন পুরোপুরি না হলেও অনেকটাই গ্রহণযোগ্য হয়েছে। আসলে নির্বাচন ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা উঠে গেছে। নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন।

স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচন সার্থকভাবে করার চেষ্টা করবেন জানিয়ে সিইসি বলেন, রাজনীতিবিদদেরই সুষ্ঠু নির্বাচন করার ও রাজনৈতিক সংকট মোকাবেলার পথ অন্বেষণ করতে হবে।


একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

জাতীয় বিভাগের আরো খবর