সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকার ৪ ফ্লাইট নামলো হায়দারাবাদ ও কলকাতায়

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৫০ এএম, ১৭ জানুয়ারি, ২০২৪

ঘন কুয়াশার কারণে রাজধানীর শাহজালাল বিমানবন্দরগামী আন্তর্জাতিক ৪ ফ্লাইট ভারতের হায়দ্রাবাদ ও কলকাতায় নেমেছে। এছাড়া ১০ ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টালের তথ্য অনুযায়ী আজ বুধবার দিবাগত রাত দুইটা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ থেকে আসা সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি অবতরণ করে ভারতের হায়দ্রাবাদে।

একই কারণে ভোর চারটার দিকে দুবাই, মাসকাট ও কুয়ালালামপুর থেকে আসা আরও ৩ ফ্লাইট ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরগামী ১০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। বিভিন্ন এয়ারলাইন্সের কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর, ব্যাংকক, মাসকাট ও কুয়েত সিটি থেকে আসা এসব ফ্লাইট ১-৬ ঘণ্টা দেরিতে অবতরণ করছে। তবে শাহজালাল বিমানবন্দর থেকে স্বাভাবিকভাবেই সব ফ্লাইট ছেড়ে গেছে বলে জানানো হয়েছে।


একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

জাতীয় বিভাগের আরো খবর