সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এখন মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ বঙ্গবন্ধুর খুনিদের ফেরানো: আইনমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০২:২০ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৪

সুশাসন নিশ্চিতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে আইন মন্ত্রণালয় অনেক অগ্রগতি সাধন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, করোনাকালে বিচার ব্যবস্থার স্থবিরতা ভার্চুয়াল আদালতের মাধ্যমে কমানো হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, সাক্ষ্যআইন সংশোধন, নির্বাচন কমিশন আইনসহ অনেক আইন করা হয়েছে যা ইতিবাচক প্রভাব ফেলেছে। আইনের শাসন প্রতিষ্ঠায় মন্ত্রণালয় কাজ করছে।

আনিসুল হক বলেন, মামলাজট কমাতে সঠিক পথে আগানো হচ্ছে। এখন আইন মন্ত্রণালয়ের সামনে চ্যালেঞ্জ হচ্ছে বঙ্গবন্ধুর খুনিদের ফেরানো।

মন্ত্রী বলেন, নির্বাচকালীন সময়ে সহিংসতা প্রায় ছিলই না। যা ছিল তা খুবই সামান্য, বড় কোনো ঘটনা ঘটেনি। তবে বিএনপি জামায়াতের কর্মীদের রাজনৈতিক কারণে কারাগারে যেতে হয়নি, মামলার কারণে যেতে হয়েছে।

এসময় আইনমন্ত্রী আরও বলেন, মানবাধিকার কমিশন বাংলাদেশের মানবাধিকার নিয়ে ভুল বিবৃতি দিয়েছে, তার সাথে কথা বলব আমি।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

জাতীয় বিভাগের আরো খবর