সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সায়দাবাদ বাস টার্মিনালে দুই বাসের চাপায় চালকের সহকারি নিহত

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদ বাস টার্মিনালে দুই বাসের চাপায় মোহাম্মদ সায়েদ মিয়া ওরফে শান্ত(১৮বছর) বয়সী এক চালকের সহকারী  নিহত হয়েছেন।

শনিবার(২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে মারা যায় সে।

নিহতের ভাই মোহাম্মদ শাওন মিয়া জানান, আমার ভাই হানিফ পরিবহনের চালকের সহকারি হিসাবে কর্মরত ছিল। আজ সকালে সায়দাবাদ বাস টার্মিনালে হানিফ পরিবহনের মেরামতের কাজ করার সময় সেন্টমার্টিন দ্বীপ নামে একটি যাত্রীবাহী বাস পিছনের দিক দিয়ে তাকে চাপা দেয় এতে সে গুরুতর আহত হয়, পরে  সেখানকার অন্যান্য গাড়ির স্টাফরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার ভাই।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি নরসিংদী সদর,  বাউল পাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে তিন ভাই এক বোন সে ছিল  দ্বিতীয়।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক এসআই মোহাম্মদ ইয়াকুব হোসেন জানান,আমি খবর পেয়ে এইমাত্র ঢাকা মেডিকেলে আসি,যারা আহত অবস্থায় এই যুবককে নিয়ে আসে তাদের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি তবে যে গাড়িটা চাপা দিয়েছে সেটা সনাক্ত করতে পেরেছি, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের  জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

 

একুশে সংবাদ/এস কে

জাতীয় বিভাগের আরো খবর