সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয়ার সম্ভাবনা

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৫ নভেম্বর, ২০২৩

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা আগামী রোববারের মধ্যে ঘণীভূত হয়ে ধাপে ধাপে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে ‘মিগজাউম’। এটা মিয়ানমারের দেয়া নাম।

সম্ভাব্য এই ঘূর্ণিঝড় ‘হামুন’ এবং ‘মিধিলি’র চেয়ে শক্তিশালী হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

এদিকে, মিগজাউম মোকবেলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছে সরকার।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সবশেষ ঘূর্ণিঝড়টির নাম ছিল ‘মিধিলি’। যা মালদ্বীপের দেওয়া নাম। গত ১৭ নভেম্বর দুপুরে ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে খেপুপাড়ার কাছ দিয়ে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। তাতে গাছপালা ও ফসলের ক্ষতি ছাড়াও কয়েকজনের মৃত্যু হয়।


একুশে সংবাদ/এসআর

জাতীয় বিভাগের আরো খবর