সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দিল্লীতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৪ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসার কথা রয়েছে শুক্রবার (২৪ নভেম্বর)। এই আলোচনায় গুরুত্ব পাবে রাজনীতি, প্রতিরক্ষা, বাণিজ্যসহ একাধিক ইস্যু।

বৈঠকে মাসুদ বিন মোমেন বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বৈঠক শেষে দিল্লীতে নিযুক্ত ৯০ দেশের রাষ্ট্রদূতদের বাংলাদেশের সার্বিক পরিস্থিতি  ব্রিফ করার কথা রয়েছে। অবশ্য এর আগে সচিব জানিয়েছেন, নির্বাচন নিয়ে ভারত কিছু  জানতে চাইলে জবাব দেবেন।

ভারত-বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার আমন্ত্রণে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তিন দিনের সফরে দিল্লি যান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

নির্বাচনের কিছু দিন আগে কেন এই সফর এ সম্পর্কে বুধবার (২২ নভেম্বর) সাংবাদিকদের সচিব বলেছেন, নির্বাচনকেন্দ্রিক বিশেষ কোনো এজেন্ডা নিয়ে ভারত যাচ্ছেন না। এটা নিয়মিত সফরের অংশ।

ভারত সফরে কোনো লুকানো (গোপন) উদ্দেশ্য নেই দাবি করে পররাষ্ট্র সচিব বলেন, এ রকম মনে করার কারণ নেই যে, এখানে লুকানো উদ্দেশ্য আছে। তবে যেহেতু সামনে নির্বাচন এবং তাদের পক্ষ থেকে যদি কিছু জানার থাকে, তবে সেটি আমি তাদের অবহিত করতে পারবো।
একুশে সংবাদ/এএইচবি/এস কে 

জাতীয় বিভাগের আরো খবর