সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২২ দিন পর শুরু হলো ইলিশ ধরা

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৫৫ এএম, ৩ নভেম্বর, ২০২৩

২২ দিন নিষেধাজ্ঞা শেষে সারা দেশে ফের ইলিশ মাছ ধরা শুরু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নদী-সাগরে শুরু হয় ইলিশ ধরা। এদিন সন্ধ্যা থেকেই জেলেরা জাল, নৌকা ও ট্রলার নিয়ে ইলিশসহ অন্য মাছ শিকারে প্রস্তুতি নেয়।

মাছ ঘাটগুলোতে ব্যস্ত সময় পার করছেন জেলে ও আড়তদারেরা। তবে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে কম।

জেলেরা জানান, ২২ দিন মাছ ধরা বন্ধ ছিল। মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নদীতে মাছ শিকারে নেমেছেন তাঁরা। জালে ইলিশ ধরা পড়ছে কম। এতে করে ইঞ্জিন চালিত তেলের খরচও উঠছে না। আবার যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে তাদের পেটে ডিম রয়েছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম জানান, প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এবারের অভিযান সফল হয়েছে। মধ্যরাত থেকে নদীতে নামছে জেলেরা। তাদের জালে মাছ ধরা পড়েছে কম।

এদিকে মৎস্য অধিদপ্তর বলছে, এবার ইলিশ বেশি পাওয়া যাবে। অধিদপ্তর থেকে এ বছর ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার টন।

ইলিশের নিরাপদ প্রজননের জন্য প্রতি বছর ১২ অক্টোবর থেকে ২২ দিন পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।


একুশে সংবাদ/এসআর

জাতীয় বিভাগের আরো খবর