সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজশাহী সেনানিবাসে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সমাপনী কুচকাওয়াজ

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৮ অক্টোবর, ২০২৩

রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর বিক্রুট ব্যাচ ২০২৩ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৮ অক্টোবর) সকালে রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার আয়োজিত এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন রিক্রুটদের সালাম ও অভিবাদন গ্রহন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো: সাইফুল আলম।

 

দীর্ঘ ৩৬ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে একদল তরুণ রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে নবীন সৈনিক হিসেবে যোগদান করেন।

 

এবছর সব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হয়েছেন মিজানুর রহমান এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হয়েছেন লাল চাঁন মিয়া।

 

এদিকে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রশিক্ষণ শেষ করা নতুন রিক্রুটদের কর্মজীবনে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল মো: সাইফুল আলম।

 

একুশে সংবাদ/আ.ব.প্র/জাহা

জাতীয় বিভাগের আরো খবর