সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কেন্দুয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২১ পিএম, ২ অক্টোবর, ২০২৩

"স্মার্ট বাংলাদেশ বির্নিমানে উৎপাদনশীলতা" এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২ অক্টোবর) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

 

প্রধান অতিথি বলেন, আজ উৎপাদনশীলতা দিবস পালন করা হচ্ছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য। তিনি আরো বলেন, এ লক্ষ্যে সরকারের পাশাপাশি দেশের বেসরকারি সকল শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন সহায়ক ভূমিকা পালন করতে পারে।

 

কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা।

 

বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান, কেন্দুয়া বাজার কমিটির সভাপতি মো.এনামুল হক ভূঞা, মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম বাঙ্গালী, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।

 

এসময় ইউপি চেয়ারম্যান মো.এনামুল কবীর খান, মাহাবুব আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, উপজেলা প্রকৌশলী মো.মোজাম্মেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান,কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সাংবাদিক জিয়াউর রহমান জীবন, কেন্দুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/আ.গ.প্র/জাহা

জাতীয় বিভাগের আরো খবর