সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মুরগি ও ডিমের কারণে রেকর্ড মূল্যস্ফীতি হয়েছে: পরিকল্পনামন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২৩

আগস্টে খাদ্য খাতে রেকর্ড ১২ দশমিক ৫৪ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। মুরগি ও ডিমের বর্ধিত দামের কারণেই এই রেকর্ড মূল্যস্ফীতি হয়েছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে নভেম্বরে থেকে তা কিছুটা কমে আসবে বলে জানান তিনি।

 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ দাবি করেন।

 

তিনি বলেন, মুরগি ও ডিমের কারণেই এই রেকর্ড মূল্যস্ফীতি হয়েছে।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বেড়েছে এটাকে এড্রেস করার চেষ্টা করবো। শিগগিরই এটা কমানোর চেষ্টা করবো। আগস্টে মূল্যস্ফীতির নায়ক মুরগি ও ডিম।

 

তিনি বলেন, শ্রীলঙ্কা এক লাফে উঠেছিল এখন নামছে। আমাদের বৃদ্ধি হয়েছে সহনীয় এবং কমবেও সহনীয়।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

জাতীয় বিভাগের আরো খবর