সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করতে পুলিশ বদ্ধপরিকর: আইজিপি

একুশে সংবাদ প্রকাশিত: ০২:২৪ পিএম, ৭ জুলাই, ২০২৩
সুনামগঞ্জে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, ছবি: সংগৃহীত।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ‘নির্বাচনকালীন সময়ে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকে। সে সময় কমিশন যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করতে আমরা বদ্ধপরিকর।’


শুক্রবার (৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জে এক সফরে এসে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের পর তিনি এসব কথা বলেন।


আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ঈর্ষণীয় অগ্রগতি হয়েছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ যেভাবে নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হয়েছি, বাংলাদেশ পুলিশ নির্বাচনী দায়িত্ব সেভাবে পালনের জন্য প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে পুলিশের সামর্থ ও অভিজ্ঞতা রয়েছে।’


তিনি বলেন, ‘নির্বাচনে কেউ আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


জেলা পুলিশ লাইন্সে ২০০ টি পরিবারের মাঝে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।  

 

একুশে সংবাদ/এসএপি

জাতীয় বিভাগের আরো খবর