সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পাঁচ দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ৬ জুলাই, ২০২৩

পাঁচ দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে সরকার। শিগগিরই তারা দূতাবাসের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রদূত নিয়োগ দেয়া দেশগুলো হলো- ইতালি, ইথিওপিয়া, মালয়েশিয়া, মিশর ও ভিয়েতনাম।

 

বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ইথিওপিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সিকদার বদিরুজ্জামান।

 

একইসাথে মো. মনিরুল ইসলামকে ইতালি, মো. শামিম আহসানকে মালয়েশিয়া, সামিনা নাজ‍‍`কে মিশর ও মো. লুৎফর রহমান ভিয়েতনামের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন।

 

এর আগে জুনের শুরুতে রাষ্ট্রদূত পর্যায়ে কয়েকটি রদবদলের সিদ্ধান্ত নেয় সরকার। বদিরুজ্জামান এর বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্বাধীন রয়েছেন। অন্যদিকে মনিরুল ইসলাম নিউ ইয়র্কে কনসাল জেনারেল হিসেবে কাজ করছেন। রদবদল হওয়া এসব কূটনীতিক সবাই পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

জাতীয় বিভাগের আরো খবর