সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশের সব স্থলবন্দর অটোমেশন করার কাজ চলছে: নৌপ্রতিমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৫ এপ্রিল, ২০২৩

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব স্থলবন্দর অটোমেশন করার নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যে কাজ করছি। এক্ষেত্রে অবশ্য বিশ্বব্যাংকের সহযোগিতা প্রয়োজন।

 

মঙ্গলবার সচিবালয়ে বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ট্রান্সপোর্ট সেক্টরের প্র্যাকটিস ম্যানেজার শৌমিক রাজ মেহ্নদিরত্ত বিদায়ী সাক্ষাৎকারে এ সহযোগিতার আশ্বাস দেন।

 

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন স্থলবন্দরের অটোমেশন, ডিজিটালাইজেশন ও অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক।

 

এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী বিশ্বব্যাংকের ট্রান্সপোর্ট সেক্টরের আওতায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বেনাপোল, বুড়িমারী ও ভোমরা স্থলবন্দরের অটোমেশন, ডিজিটালাইজেশন ও অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের উন্নয়নে সহযোগিতার জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান।

 

নৌপ্রতিমন্ত্রী বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সমস্যা আমরা যৌথভাবে সমাধান করেছি। বিশ্বব্যাংকের ট্রান্সপোর্ট সেক্টরের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. রফিকুল ইসলাম খান, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার এরিক নোরা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর দিলশাদ দোসানি, ট্রান্সপোর্ট স্পেশালিস্ট বি কে এম আশরাফুল ইসলাম ও নুসরাত নাহিদ ববি।

 

একুশে সংবাদ/এসএপি

জাতীয় বিভাগের আরো খবর