সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শাকিবের অভিযোগ খতিয়ে দেখবে ডিবি

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৯ মার্চ, ২০২৩

অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণ’-এর অভিযোগ করেছিলেন প্রযোজক রহমত উল্লাহ। এবার তার বিরুদ্ধে লিখত অভিযোগ দায়ের করেছেন শাকিব খান। রবিবার (১৯ মার্চ) শাকিব খান ডিবি কার্যালয়ে গিয়ে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এই অভিযোগ করেন।

 

নায়ক শাকিব চলে যাওয়ার পর তার অভিযোগ সম্পর্কে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘অভিনেতা শাকিব খান একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তিনি আমাকে ফোন করে যোগাযোগ করেছিলেন।’

 

তিনি ফোনে বলেন, ‘ডিবি পুলিশ অনেক চাঞ্চল্যকর ঘটনা তদন্ত করে, তার একটি ব্যক্তিগত অভিযোগ রয়েছে সেটি তিনি আমাদের জানাতে চান। এরপর একটি লিখিত অভিযোগসহ ডিবি কার্যালয়ে আসেন নায়ক শাকিব।’

 

আবেদনে শাকিব দাবি করেছেন, রহমত উল্লাহ কোনো প্রযোজক নন। তিনি প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তার বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা ও প্রপাগান্ডা ছড়িয়েছেন।

 

ডিবি প্রধান বলেন, ‘আমরা সেটা খতিয়ে দেখব, তদন্ত করে দেখব। তদন্তে নায়ক শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা মিললে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’


রহমত উল্লাহর নামে মামলা করতে শাকিব গতকাল গুলশান থানায় যান। থানায় মামলা না নেওয়ায় সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান এই অভিনেতা।

 

২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্য ধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান। এরপর তিনি দেশে পালিয়ে আসেন―এমন অভিযোগ ওঠে শাকিবের বিরুদ্ধে।

 

একুশে সংবাদ/ঢ/এসএপি

জাতীয় বিভাগের আরো খবর