সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৭৫‍‍`র ১৫ আগস্ট জাতির জন্য সবচেয়ে কলঙ্কিত ঘটনা: প্রধানমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ১২:০৯ পিএম, ১ আগস্ট, ২০২২

 

বাঙালির জন্য পুরো জীবন উৎসর্গকারী বঙ্গবন্ধুকে ৭৫'র ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয়। এটি জাতির জন্য সবচেয়ে কলঙ্কিত ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সোমবার (১ আগাস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার হত্যার পর দেশের কী উন্নতি হয়েছে? চলে গেলো মার্শাল ল’তে। ক্ষমতা দখল করে কুক্ষিগত করা হলো। তারা ক্ষমতায় এসে পুরো নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিল। ইনডেমনিটি দিয়ে জাতির পিতার খুনীদের রক্ষা করে। যুদ্ধাপরাধীদের ক্ষমতায় নিয়ে আসে। স্বাধীনতার চেতনা থেকে দেশকে সরিয়ে নিয়ে যাওয়ার সব আয়োজন করলো। মিথ্যা অপবাদ দিয়ে আমাদের চোর ডাকাত বানালো। দেশের মানুষ কী পেলো?

 

 

একুশে সংবাদ.কম/জা.হা

জাতীয় বিভাগের আরো খবর