সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির দায়ে আটক ছাত্রলীগ নেতা

একুশে সংবাদ প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৯ মে, ২০২২

 

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ দেলোয়ার হোসেন সাঈদী ওরফে সাহেদী হোসেন নামে একজনকে গ্রেপ্তার করছে র‍্যাব। সাহেদী হোসেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি। এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরকেও আটক করা হয়।

 

বৃহস্পতিবার (১৯ মে) ভোরে রাজধানীর সবুজবাগ থানা এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন তথ্যটি নিশ্চিত করেছেন।

 

খন্দকার আল মঈন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহারকারী চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন সাঈদীকে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করেছে র্যাব-৩। সে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধ করত।

 

তবে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরকে কেন আটক করা হয়েছে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক র‍্যাবের এক কর্মকর্তা বলেন, জুবায়ের সরকারি কাজে বাঁধা দেওয়ায় তাকে আটক করা হয়েছে।

 

একুশে সংবসদ.কম/জ.ঢ.জা.হা

জাতীয় বিভাগের আরো খবর