সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রামেকে করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৩১ এএম, ৬ জুলাই, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দেওয়া প্রতিবেদনে বলা হয়, মৃতদের মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বাকি ১৫ জন মারা গেছেন করোনার উৎসর্গ নিয়ে।

এদের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁর ২ জন, নাটোর ২ জন, পাবনা চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও জয়পুরহাটের একজন করে ৫ মারা গেছে।

গেল ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭৬ জন। হাসপাতালে করোনার রোগীর জন্য নির্ধারিত  ৪০৫ টি শয্যার মধ্যে  ৪৮৯ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

করোনা পরীক্ষার বিষয়ে সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় ৬'শ ৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ১'শ ৯১ জনের করোনা পজেটিভ পাওয়া যায় যা ২৯.০৩ শতাংশ।

আক্রান্ত রোগীদের অধিকাংশ এসেছেন জেলা ও জেলার বাইরেরর বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। তাদের চিকিৎসা অতিরিক্ত বেডে রেখে সিলিন্ডার অক্সিজেন সরবরাহের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 
একুশে সংবাদ/বর্না

জাতীয় বিভাগের আরো খবর