সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজশাহীতে ট্রেন বন্ধের ঘোষণা 

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৩৭ এএম, ১১ জুন, ২০২১

আজ শুক্রবার (১১ জুন) সারা দেশে ট্রেন চল্লেও চলছে না রাজশাহী মহানগরে । করোনা সংক্রমণ অতি মাত্রায় বেরে যাওয়ার কারনে রাজশাহী মহানগরে আবারও সাতদিনের লকডাউন ঘোষণা করা হয়েছে । (১১ জুন) বিকেল ৫টা থেকে কার্যকর শুরু হবে এ লকডাউন। শুধু মহানগর এলাকায় এ লকডাউন চলবে আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাত ১০টার দিকে এ ঘোষণা দেয়া হয়েছে। আদেশ জারি করেন রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল।

সেখানে বলা হয়েছে, লকডাউন চলাকালে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল, দোকান রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে ওষুধ, কাঁচাবাজার, চিকিৎসাসেবা, মরদেহ দাফন ও সৎকারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান এর আওতাবহির্ভূত থাকবে।

বিধিনিষেধ চলাকালীন বাস-ট্রেনসহ কোনো প্রকার যানবাহন রাজশাহী নগরীতে প্রবেশ করবে না এবং রাজশাহী নগর থেকে বাইরে যেতে পারবে না। তবে আমসহ অন্যান্য কৃষিপণ্য, খাদ্যসামগ্রীবাহী পরিবহন, রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবাদানকারী পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বিয়ে, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি আচার-অনুষ্ঠানসহ সব ধরনের গণজমায়েত বন্ধ থাকবে। সব পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। এই বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অতি মাত্রা করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১০ জুন) থেকে শুক্রবার (১১ জুন) এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনের মৃত্যু হয়েছে ।

 

 

 

একুশে সংবাদ/বর্না

জাতীয় বিভাগের আরো খবর