সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

করোনা : দ্বিতীয় ডোজের টিকা নিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১০ পিএম, ৮ এপ্রিল, ২০২১

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এর আগে তিনি প্রথম ডোজের টিকা নিয়েছিলেন গত ৭ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, টিকা পুস করেন সিনিয়র নার্স মরিয়ম নেছা। উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র মেডিসিন ডা. তানিয়া, ডা. দাউদ ও নার্স সাদিয়া সুমি।

গত ৭ ফেব্রুয়ারি টিকা নেওয়ার পর জাফরুল্লাহ বলেছিলেন, ‘ভালো আছি। কোনো ভয় নেই। দেশবাসীকে আহ্বান করছি যখনই আপনার তারিখ আসবে টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য। আমি একই সঙ্গে বলতে চাচ্ছি, প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকা নিয়ে যান তাহলে দেশবাসী আরও বেশি সাহস পাবে। এটা ভয়ের কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, সাধারণ মানুষেরই এ টিকা নেওয়া বেশি দরকার। এখানে ব্যবস্থাপনা খুবই ভালো হয়েছে। বিএসএমএমইউয়ের সব কর্মীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

একুশে সংবাদ/টি/আই

জাতীয় বিভাগের আরো খবর