সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রোহিঙ্গাদের দেখতে ভাসানচরে জাতিসংঘ প্রতিনিধি দল

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০১ পিএম, ১৮ মার্চ, ২০২১

রোহিঙ্গাদের দেখতে নোয়াখালীর ভাসানচরে গেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। বুধবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে ভাসানচর গিয়ে পৌছায় ১৮ সদস্যের এই প্রতিনিধি দল। এতে বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সহায়তার কাজে নিযুক্ত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।

ভাসানচরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ভাসানচরে এসে প্রতিনিধি দল ক্লাস্টারের (গুচ্ছ গ্রাম) ফোকাল মাঝিদের সঙ্গে পরিচিতি সভা করে। এর পর বিভিন্ন কাস্টার পরিদর্শন করে। প্রতিনিধি দল তিনদিন ভাসানচরে অবস্থান করবে। আগামী ২০ মার্চ সকাল ১০ টায় তাদের ভাসানচর ত্যাগ করার কথা রয়েছে।


একুশে সংবাদ/মা.তা/আ
 

জাতীয় বিভাগের আরো খবর