সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নারীর চেয়ে পুরুষের টিকা নেওয়ার হার তিন গুণ বেশি

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:১৬ এএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

দেশে গণটিকা কার্যক্রম শুরু ৭ ফেব্রুয়ারি থেকে। গতকাল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই ১৩ দিনে সারা দেশে করোনার টিকা নিয়েছেন ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন। এর মধ্যে ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন পুরুষ করোনার টিকা নিয়েছেন। নারী ছিলেন ৭ লাখ ৮৯ হাজার ৪৪২ জন। টিকা নেওয়াদের মধ্যে নারীর চেয়ে পুরুষের টিকা নেওয়ার হার প্রায় তিন গুণ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো তথ্যে এ পরিসংখ্যান জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গতকাল দেশের জেলাগুলোর মধ্যে সংখ্যার দিকে সবচেয়ে কম করোনার টিকা দেওয়া হয়েছে বান্দরবানে। সেখানে গতকাল ৬০১ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ৫২৮ জন ও নারী ৭৩ জন।

টিকা নেওয়ার ক্ষেত্রে নারী–পুরুষের সংখ্যার ব্যবধানের চিত্র আছে ঢাকা মহানগরীতে। একই চিত্র আছে ঢাকার বাইরের জেলাগুলোতেও। বড় হাসপাতালসহ ঢাকা মহানগরের ৪৬টি কেন্দ্রে করোনার টিকাদান কর্মসূচি চলছে। ঢাকায় ২২ ফেব্রুয়ারি করোনার টিকা নিয়েছেন ২৯ হাজার ৪৪১ জন। এর মধ্যে পুরুষ ১৯ হাজার ১৭০ জন এবং নারী ১০ হাজার ২৭১ জন।

নারী ও পুরুষের তুলনামূলক চিত্রের ব্যবধান দেখা গেল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল সেখানে সেখানে নারীর চেয়ে পুরুষের সংখ্যাই বেশি। এখানে সারা দিনে করোনার টিকা দেওয়া হয়েছে ১ হাজার ১৮১ জনকে।

ঢাকায় বড় হাসপাতালগুলোর পাশাপাশি নগর মাতৃসদন কেন্দ্রগুলোতেও করোনার টিকা দেওয়া হচ্ছে। খিলগাঁও তিলপাপাড়া এলাকার নগর মাতৃসদনে দৈনিক প্রায় দেড় শ করোনার টিকা দেওয়া হয়।

সবশেষে টিকা দেওয়া হলে প্রত্যেককে আধা ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

একুশেসংবাদ/অমৃ

জাতীয় বিভাগের আরো খবর