সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এএসপি আনিসুলের মৃত্যুর ঘটনা ‘সুস্পষ্ট হত্যাকাণ্ড’

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১০ নভেম্বর, ২০২০

পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমের মৃত্যুর ঘটনাটি সুস্পষ্ট হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তেজগাঁও বিভাগের নিজ কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। 

তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশীদ বলেন, ভিডিও ফুটেজ পর্যালোচনায় স্পষ্ট মনে হয়েছে- এএসপি আনিসুলের মৃত্যু অনাকাঙ্ক্ষিত নয়, এটি হত্যাকাণ্ড। কারণ যে ১০-১২ জন লোক তাকে পিঠ বেঁধে, মুড়ে, আছড়ে নিয়ে গেছে, তারা কেউ ডাক্তার না।

হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, প্রত্যেককে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। এ ঘটনার সঙ্গে হাসপাতালের কর্তৃপক্ষ, ব্যবস্থাপনার জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সোমবার (৯ নভেম্বর) সকালে মাইন্ড এইড হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের কর্মীদের মারধরে আনিসুল নিহত বলে দাবি করেন স্বজনরা।

এদিকে এএসপির মৃত্যুর ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালের মার্কেটিং ম্যানেজারসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একুশে সংবাদ/রা/এআরএম

জাতীয় বিভাগের আরো খবর