সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্রণের দাগ দূর করতে ফলের খোসার উপকারিতা

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১১ মার্চ, ২০২১

ব্রণ ভালো হলেও অনেকের মুখে দাগ থাকার কারণে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ব্রণের দাগ নিয়ে তরুণীদের চিন্তা-ভাবনার শেষ নেই। তবে ব্রণের দাগ সহজে দূর করতে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান।

অধিকাংশ মানুষই ফল খেয়ে খোসা ফেলে দেন। কিন্তু এসব খোসায় থাকা পুষ্টি উপাদান ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন ফলের খোসা ।

 

আসুন জেনে নিই ফলের খোসার ব্যবহার:

১. কলায় থাকা ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম ত্বকের জন্য খুবই উপকারী। কলার খোসা বেটে মুখে লাগাতে পারেন। এতে ত্বকের কালচে ছোপ ও ব্রণের দাগ দূর হবে।

২. আপেলের খোসা ত্বকের জন্য খুব উপকারী। ব্লেন্ড করে আপেলের খোসা ব্যবহার করতে পারেন।

৩. পাকা পেঁপে ব্লেন্ড করে মুখে ব্যবহার করতে পারেন। পেঁপের খোসাও ত্বকের জন্য খুব উপকারী। পেঁপের খোসা ব্লেন্ড করে লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন।

৪. কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে কিংবা মিহি পেস্ট করে নিন। এতে দই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মিশ্রণটি আপনার পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এতে ত্বকের কালো দাগ দূর হবে।

 

একুশে সংবাদ/এসএম

লাইফস্টাইল বিভাগের আরো খবর