সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শতকোটি টাকার কোকেনের মামলা: তিন বিদেশিসহ রিমান্ডে ৫

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৮ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শত কোটি টাকার ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনের মামলায় তিন বিদেশি নাগরিকসহ ৫ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত।

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- পূর্ব আফ্রিকার দেশ মালাউইর নমথান্দাজো টাওয়েরা সোকো, দুই নাইজেরিয়ান নডিলিউ ইবুকা স্ট্যানলি ও ননসো ইজিমা পিটার, দুই বাংলাদেশী সাইফুল ইসলাম রনি ও আসাদুজ্জামান আপেল।

এদের মধ্যে সোকোর ৬ দিন, অপর ৪ আসামির চার দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা সার্কেলের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির আসামি সোকোর ১০ দিন, অপর চার আসামির ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন।

গত ২৪ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ সোকোকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ২৫ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। পরে অপর চার আসামিকে গ্রেপ্তার করা হয়।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা 

আইন আদালত বিভাগের আরো খবর