সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এইচএসসি পাসে সরকারি চাকরি

একুশে সংবাদ প্রকাশিত: ০১:০৬ পিএম, ২২ নভেম্বর, ২০২৩

জনবল নিয়োগ দেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তিন ক্যাটাগরির পদে মোট ১৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা:
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
আবেদনের যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

২. পদের নাম: চেয়ারম্যান ও সদস্যদের সহকারী
পদসংখ্যা:
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী।

৩. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা:
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, বগুড়া, কুড়িগ্রাম, মাগুরা, পটুয়াখালী এবং সিলেট জেলা বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা পরিশোধ করতে হবে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগামী ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


একুশে সংবাদ/এসআর

চাকরির খবর বিভাগের আরো খবর