সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শ্রীলঙ্কায় রেসিং কারের ধাক্কায় নিহত ৭

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২২ এপ্রিল, ২০২৪

শ্রীলঙ্কায় কার রেসিংয়ের প্রতিযোগিতা চলাকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ভিড়ে উঠে গেলে গাড়ির ধাক্কায় ৭ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

রোববার (২১ এপ্রিল) দিয়াতালাওয়া শহরে ওই দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসি। সেখানে ‘দ্য ফক্স হিল সুপারক্রস রেস’ চলছিল।

নিহতদের মধ্য চারজন রেস কর্মকর্তা এবং বাকি তিনজন দর্শক।। একটি আট বছরের বালিকাও নিহত হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনী।

গাড়িটির চালক সম্পর্ক সামান্য তথ্যই দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা কেমন আছে এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কিনা সেটাও জানানো হয়নি।

দিয়াতালাওয়াতে যে ট্র্যাকে রেস হচ্ছিল সেটা সেনবাহিনীর। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

পুলিশের মুখপাত্র নিহাল টালডুওয়া বিবিসিকে বলেন, “ওই গাড়িটি লাফিয়ে রানিং লেন থেকে বের হয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্র্যাকে অন্য একটি গাড়ি উল্টে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ওই গাড়িটি ছিটকে ট্র্যাক থেকে বের হয়ে দর্শকদের দিকে ছুটে যায়। সে সময় রেস কর্মকর্তারা গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন।

কর্মকর্তারা জানান, ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। বাকি দুইজনের মৃত্যু হয় হাসপাতালে। আহত কয়েকজনের অবস্থা গুরুতর।

একুশে সংবাদ/বি.নি./এসএডি

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর