সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ডোনেস্কের এক গ্রাম দখলের দাবি রাশিয়ার

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২২ এপ্রিল, ২০২৪

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে, ইউক্রেনের ডোনেস্ক শহরের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার (২২ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শহরটির ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পশ্চিমের নোভোমিখাইলিভকা গ্রামটি নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। এ নিয়ে দুই দিনের মধ্যে দুটি গ্রাম দখলের দাবি করলো তারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

ইউক্রেনের জেনারেল স্টাফ নিয়মিত প্রতিবেদনে জানিয়েছে, গ্রামটির কাছে অগ্রসর হওয়া রুশ বাহিনীকে সফলভাবে বাধা দিয়ে রেখেছে ইউক্রেনের সেনারা।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী নোভোমিখাইলিভকাকে পুরোপুরিভাবে দখল করে যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে কৌশলগত পরিস্থিতির উন্নতি করেছে।

গত রবিবার ডোনেস্কের আরও উত্তরে বোহদানীভকার বসতির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল রাশিয়া।

একুশে সংবাদ/বা.ট্রি/ এসএডি

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর