সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২০ এপ্রিল, ২০২৪

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক ভারত সফর স্থগিত করেছেন। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা ছিল তার। জরুরি কাজে তাকে নির্ধারিত এই সফর বাতিল করতে হয়েছে। তবে চলতি বছরের শেষের দিকে তিনি ভারত সফর করবেন বলে নিশ্চিত করেছেন। বিষয়টির সঙ্গে পরিচিত চার ব্যক্তির বরাতে শনিবার (২০ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে ইলন বলেছেন, ‘দুর্ভাগ্যবশত টেসলার খুব জরুরি প্রয়োজনে ভারত সফর বিলম্বিত করতে হচ্ছে। তবে চলতি বছরের শেষের দিকেই দেশটিতে সফর করব।’

রয়টার্স জানিয়েছে, এই সফরে দক্ষিণ এশিয়ার বাজারে বৈদ্যুতিক যান (ইভি) নির্মাতাদের প্রবেশের পরিকল্পনার ঘোষণা করার কথা ছিল। ভারতে নতুন এই ফ্যাক্টরি চালু করতে দিল্লিতে মাস্কের ২ বিলিয়ন থেকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার কথা ছিল।

কোম্পানিগুলো স্থানীয় উৎপাদনে বিনিয়োগ করলে আমদানি করা গাড়ির ওপর উচ্চ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছিল ভারত। ভারত সরকারের এমন নীতি ঘোষণার পরপরই এই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল টেসলা।

একুশে সংবাদ/বা. ট্রি./ এসএডি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর