সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দুবাই-ওমানে বন্যায় বাংলাদেশিসহ ২১ জনের মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ১০:১২ এএম, ১৯ এপ্রিল, ২০২৪

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার কারণে দুবাই ও ওমানে বাংলাদেশিসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাহরাইন, কাতার ও সৌদি আরবেও প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে।ওমানে রোববার থেকে ভারী বৃষ্টিতে দেশটির প্রধান মহাসড়কের বড় বড় অংশ প্লাবিত হয়ে পড়ে। বৃহস্পতিবারও রাজধানী মাস্কাট, আল শারকিয়াহ, মুসান্দাম ও আল বাতিনার অনেক সড়কে জলাবদ্ধতা দেখা গেছে।

বন্যা ও ঝোড়ো হাওয়ার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে শত শত বিমানের ওঠানামা ব্যাহত হয়েছে। ফ্লাইট অ্যাওয়্যার ডেটা অনুসারে, দুইদিনে অন্তত ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আরো কয়েকশত ফ্লাইট বিলম্বিত হয়েছে। এই তালিকায় ঢাকারও অনেক ফ্লাইট রয়েছে।

এয়ারলাইন্সগুলোর অনুমোদন ব্যতিরেকে কোনো যাত্রীকে বিমানবন্দরে আসতে বারণ করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আরো বজ্রপাত, ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অনেক নিচু এলাকা এখনো পানির নিচে। দুবাইয়ের অনেক সড়কে পানি জমে জলাশয়ের মতো তৈরি হয়েছে।

একুশে সংবাদ/এস কে

আন্তর্জাতিক বিভাগের আরো খবর