সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাত পোহালেই ভারতে লোকসভার ভোট

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৮ এপ্রিল, ২০২৪

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত। কাল ১৯ এপ্রিল থেকে আগামী ১ জুন পর্যন্ত মোট ৭টি ধাপে দেশটির ১৮তম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচনে মোট প্রায় ৯৬ কোটি ভোটারই ৫৪৩টি লোকসভা আসন থেকে কারা পার্লামেন্টে যাবেন তা বেছে নেবেন।

ভারতের নির্বাচন কমিশন বলছে, এই ৯৬ কোটি ভোটারের প্রত্যেকের ভোটই অত্যন্ত মূল্যবান। তারা দেশের যে প্রান্তে যে অবস্থাতেই থাকুন না কেন ভোটের বাক্সে তারা যেন নিজেদের মতামত খুব সহজে ও মসৃণভাবে দিতে পারেন সেজন্য চেষ্টার কোনো ত্রুটি রাখা হবে না। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


একুশে সংবাদ/জা.নি/ এসএডি

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর